|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০২:১৫ অপরাহ্ণ

নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী 


নারিকেল তলায় আহলে বাইতে রাসূল (সা:) তরুণ যুব সংস্থার নূরানী মাহফিলে আল্লামা জুবায়ের: ইসলামী শরীয়তের ঐক্যবদ্ধ জরুরী 


ঢাকা প্রেস,ধর্ম ও সংস্কৃতি:-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ নারিকেল তলা এলাকা আহলে বাইতে রাসূল (দ:) তরুণ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত নূরানী মাহফিলে ইসলামিক ফ্রন্টের মহাসচিব ও নেছারিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ , ইসলামী গবেষক ও লেখক আল্লামা আলহাজ্ব মাওঃ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবায়ের প্রধান মেহমানের আলোচনায় উপরোক্ত কথা বলেন।

 



গতকাল ১৯ জানুয়ারি, রোববার রাতে অনুষ্ঠিত মাহফিলের মঞ্চে আরো সম্মানিত বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ জয়নাল আবেদীন আল ক্বাদেরী, সম্মানিত আলোচক হিসেবে বয়ান পেশ করেন কাজীর গলি সোলতান আহমদ জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী স্কলার মাওঃ মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী । সভাপতির আসন অলংকৃত করেছেন প্রবীণ আলেম,জামিয়া আহম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আজিম সাহেব।

 



এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের ইপিজেড থানা কমিটির নেতা মোঃ আলম উদ্দিন, মুহাম্মদ আবদুল ওয়াদুদ,৩৯ নং ওয়ার্ডের অন্যতম সদস্য মোঃ মোসলেহ উদ্দিন ক্বারী , মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য মোঃ শাহ নেওয়াজ ইমন, মোঃ রাহাত হোসেন, আঃ আজিজ,শায়ের মোঃ সাইদুল আমিন, শায়ের মোঃ ছিবরাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান জুবায়ের বলেন, সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নোংরা রাজনীতি ও অসৎ লোকের জুলুম -নির্যাতন বন্ধ এবং মাদক - জুয়ার আসর,অনৈতিক কাজ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান, তিনি মুরব্বিদের পরামর্শ ও যুবদের ঐক্যবদ্ধ শক্তি কে ভালো কাজে‌ ব্যবহার করার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

 

পরিশেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা  এবং তবারুক বিতরণ করে মাহফিলের সমাপ্ত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫