|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ণ

পাকিস্তান থেকে আসা জাহাজের কনটেইনারে কী আছে?


পাকিস্তান থেকে আসা জাহাজের কনটেইনারে কী আছে?


ঢাকা প্রেস নিউজ
 

মুক্তিযুদ্ধের পর এই প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনার জাহাজ এসেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সরাসরি নৌপথে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হলো। আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আসত।
 

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, পাকিস্তান থেকে আমদানি হওয়া ২৯৭ কনটেইনারসহ মোট ৩১৭ কনটেইনার বন্দরে খালাস করা হয়েছে। এর মধ্যে ২০টি কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে।

 

পাকিস্তান থেকে আনা কনটেইনারগুলোর মধ্যে প্রধানত শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য রয়েছে।

  • সোডা অ্যাশ (টেক্সটাইল কাঁচামাল): ১১৫ কনটেইনার
  • ডলোমাইট: ৪৬ কনটেইনার
  • চুনাপাথর: ৩৫ কনটেইনার
  • ম্যাগনেশিয়াম কার্বোনেট: ৬ কনটেইনার
  • ভাঙা কাঁচ (গ্লাসশিল্পের কাঁচামাল): ১০ কনটেইনার
  • পোশাকশিল্পের কাঁচামাল: ২৮ কনটেইনার
  • গাড়ির যন্ত্রাংশ: ১ কনটেইনার
  • পেঁয়াজ: ৪২ কনটেইনারে ৬১১ টন
  • আলু: ১৪ কনটেইনারে ২০৩ টন

 

আরব আমিরাত থেকে আসা কনটেইনারগুলোতে ছিল খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং অল্প পরিমাণে অ্যালকোহল (হুইস্কি, ভদকা ও ওয়াইন)।

 

পাকিস্তান থেকে সরাসরি কনটেইনার পরিবহনের মাধ্যমে সময় ও খরচ উভয়ই কমবে। আগের মতো তৃতীয় দেশের বন্দর ব্যবহার করতে হবে না। নতুন এই রুটে জাহাজটি করাচি থেকে চট্টগ্রাম আসার পথে সংযুক্ত আরব আমিরাত, ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বন্দর অতিক্রম করবে।

 

পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে, সরাসরি এই রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ হবে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারাও জানিয়েছেন, এই পথে নিয়মিত জাহাজ চলাচলের আশা করা হচ্ছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তুমুল আলোচনা হলেও, সরাসরি রুটের এই উদ্যোগ ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫