|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ণ

দাবি আদায়ে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু বিএনপির


দাবি আদায়ে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু বিএনপির


ক দফা দাবিতে রাজপথে ১৫ দিন পর আবারও সরব হয়েছে বিএনপি। দাবি আদায়ে একচুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু করেছে দলটি। পাশাপাশি হামলা-মামলা হলেও সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণমিছিল কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায়ে একচুলও ছাড় দেবে না তারা। রাজপথে সরব থেকে দাবি আদায় করা হবে।

রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে রামপুরাস্থ আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা।


অন্যদিকে কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, সরকার পতনের বিষয়ে পিছু হটার কিছু নেই। 

সরকারের পক্ষ থেকে হামলা-মামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এর আগে গত ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকাসহ গণমিছিল করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ১৫ দিন পর একই দাবিতে আবারও মাঠে নেতাকর্মীরা। তবে কিছুটা পরিবর্তন এসেছে এবারের গণমিছিল কর্মসূচিতে।

চলতি বছরের ১২ জুলাই এক দফা আন্দোলন শুরুর পর ঢাকায় চারটি প্রবেশমুখে অবস্থান, সমাবেশ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল, পদযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫