গাজীপুরে বাড়ছে আসন, বাগেরহাটে কমছে: নির্বাচন কমিশনার আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি নতুন সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণের কারিগরি কমিটি। বিপরীতে, ভোটার কম থাকার কারণে বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “যেসব আসনে গড় ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে অতিরিক্ত আসনের প্রস্তাব এসেছে। আবার যেসব আসনে ভোটার তুলনামূলক কম, সেখান থেকে একটি করে আসন বাদ দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি।”
ইসি আনোয়ারুল আরও জানান, ৪২টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের সুপারিশ করেছে কারিগরি কমিটি। সবদিক বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ৩৯টি আসনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। গড়ে প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন ভোটার ধরা হয়েছে।
আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশ
গাজীপুরে ভোটার সংখ্যা বেশি থাকায় ১টি নতুন আসন সংযোজনের এবং বাগেরহাটে ভোটার সংখ্যা কম থাকায় ১টি আসন বিয়োজনের প্রস্তাব করা হয়েছে।
যেসব আসনে পরিবর্তন আসতে পারে:
-
পঞ্চগড়: ১ ও ২
-
রংপুর: ৩
-
সিরাজগঞ্জ: ১ ও ২
-
সাতক্ষীরা: ৩ ও ৪
-
শরিয়তপুর: ২ ও ৩
-
ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯
-
গাজীপুর: ১, ২, ৩, ৫ ও ৬
-
নারায়ণগঞ্জ: ৩, ৪ ও ৫
-
সিলেট: ১ ও ৩
-
কুমিল্লা: ১, ২, ১০ ও ১১
-
নোয়াখালী: ১, ২, ৪ ও ৫
-
চট্টগ্রাম: ৭ ও ৮
-
বাগেরহাট: ২ ও ৩
-
খুলনা: (বিদ্যমান বিন্যাস অপরিবর্তিত)
আপত্তি ও চূড়ান্ত সিদ্ধান্ত
তিনি আরও বলেন, এসব সীমানা পরিবর্তন প্রস্তাবে যদি কারও আপত্তি থাকে, তা নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ দেওয়া হবে আগামী ১০ আগস্ট।
সংবিধান অনুযায়ী দায়িত্ব
নির্বাচন কমিশনার জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে আসন সীমানা নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপর ন্যস্ত। এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত ও জনশুমারির (২০২২) তথ্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫