|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০২:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৯ অপরাহ্ণ

হিলিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ ও অনশন


হিলিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ ও অনশন


ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


 

দিনাজপুরের হিলি রেলস্টেশনে ব্রিটিশ আমলের অবকাঠামো এবং ট্রেন না থামার বিষয়টি নিয়ে স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে রেলপথ অবরোধ করেছে।
 

গত সোমবার (২৩ সেপ্টেম্বর), সকাল সাড়ে ১০টার দিকে হিলি রেলস্টেশনে অবস্থিত ব্রিটিশ আমলের স্টেশনে আন্তনগর ট্রেনসহ সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় জনতা তিতুমীর এক্সপ্রেস এবং খুলনাগামী রুপসা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছে। এই অবরোধের ফলে উত্তরবঙ্গের দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ বেশ কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের অক্টোবরেও একই কারণে রেলপথ অবরোধ করে মানববন্ধন করা হয়েছিল। তখন স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও এক বছর পরও কোনো সুরাহা না হওয়ায় আবারও এই আন্দোলন শুরু হয়েছে।
 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, "হিলি স্থলবন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। কিন্তু এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ব্রিটিশ আমলের রেলস্টেশনে প্রতিদিন ১২ জোড়া ট্রেন চলাচল করে, কিন্তু কোনো ট্রেনই এখানে থামে না। এটা খুবই দুঃখজনক। তাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ ও অনশন চলবে।"
 

হিলি রেলস্টেশনে ট্রেন না থামার কারণে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধ করেছে। তারা দাবি করছে, হিলি স্থলবন্দর থেকে সরকার প্রচুর রাজস্ব আয় করে, কিন্তু এখানকার উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয় না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫