গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন শরিফুল, ব্যর্থ সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান।
শুক্রবার (২৬ জুলাই) রাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই নজর কেড়েছেন শরিফুল ইসলাম। ৪ ওভারের স্পেলে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাট হাতেও পেয়েছেন রানের দেখা। ৪ বলে ৮ রানের ওই ইনিংসে অবশ্য দলকে জেতাতে পারেননি তরুণ তারকা।
শরিফুল ভালো পারফর্ম করলেও ব্যাট এবং বল হাতে দিনটি ভালো কাটেনি সাকিব আল হাসানের। ৪ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলা টাইগার্স অধিনায়ক। ব্যাটিংয়ে ৬ বল খেলে করেছেন মাত্র ৩ রান। আয়ান আফজাল খানের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অলরাউন্ডার।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব এবং শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগা। ম্যাচে সাকিবদের বাংলা টাইগার্সকে ৩৩ রানে হারিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। মন্ট্রিয়েলের দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৬ রানে থেমেছে বাংলা টাইগার্স।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫