|
প্রিন্টের সময়কালঃ ২১ নভেম্বর ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৬:২৯ অপরাহ্ণ

মুক্তাগাছায় অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা


মুক্তাগাছায় অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং মুক্তাগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুবনা আহমেদ লুনার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 

অভিযানটি মুক্তাগাছা উপজেলার সাবানিয়া মোড় ও কাঠবাওলা এলাকায় পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার কারণে মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয় এবং সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
 

মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন এবং পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ উপস্থিত ছিলেন।
 

অভিযান পরিচালনায় মুক্তাগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫