|
প্রিন্টের সময়কালঃ ১০ মে ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ০৬:২২ অপরাহ্ণ

জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান, যানচলাচল বন্ধ


জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান, যানচলাচল বন্ধ


ঢাকা প্রেস নিউজ
 

হাইকোর্টের ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। তাদের বিক্ষোভের ফলে পল্টন-প্রেস ক্লাব-হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
 

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু হয়। এতে কামরাঙ্গীরচর, হাজারীবাগ, সেকশনসহ বিভিন্ন এলাকা থেকে আসা চালকরা অংশ নেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও চালকরা আসার পথে রয়েছেন।
 

বিক্ষোভকারীরা বিশাল মিছিল নিয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় এবং কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছান। সেখানে লাল ব্যানারে সাজানো একটি পিকআপ ভ্যানে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন।
 

এর আগে শনিবার (২৩ নভেম্বর) পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

  • হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে ব্যাটারিচালিত যানবাহনের চলাচল অব্যাহত রাখা।
  • বিআরটিএ-এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান।
  • চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান।
  • সড়কে ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়ন।
  • সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ।
  • আটক ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি।
  • জব্দকৃত যানবাহন মালিকদের ফেরত এবং নিলামে বিক্রিত ব্যাটারির ক্ষতিপূরণ।
  • চার্জিং স্টেশন স্থাপন।
  • ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদান।
  • শ্রমিকদের ওপর জুলুম, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ।
     

তারা দাবি করছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে প্যাডেলচালিত রিকশা শ্রম কমিয়ে পর্যায়ক্রমে ব্যাটারিচালিত বাহনে রূপান্তর করা প্রয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫