নাটোরের বাগাতিপাড়া যুবকের আত্মহত্যা

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বাগাতিপাড়ায় জুয়েল রানা (২৭) নামের এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।
জাহিদ হাসান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা এরা দুইজন কুকরের চেয়েও নিকৃষ্টমানের মানুষ হয়ে গেছে এরা আমাকে সুন্দর পৃথীবিতে থাকা অবস্থায় এদের কঠিন শাস্তি হোক এটায় আমার চাওয়া”। শুক্রবার সকালে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মাস খানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তার কে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে অন্য আরেক পুরুষের কাছে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফসলে দেয়া কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকে। পরে তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস এবং তার ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সেখানে নেবার পথেই জুয়েল মারা যান। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫