|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৩:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৪ ০১:২৫ পূর্বাহ্ণ

পুরান ঢাকার লালবাগ চকবাজার পিতার আসনে জয়লাভ করেছেন পুত্র


পুরান ঢাকার লালবাগ চকবাজার  পিতার আসনে জয়লাভ করেছেন পুত্র


পুরান ঢাকার লালবাগ চকবাজার নিয়ে গঠিত ঢাকা-৭ সংসদীয় আসনে পিতার আসনে জয়লাভ করেছেন পুত্র। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ১২৫টি ভোটকেন্দ্রের সবগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট। 

ওই আসনে সোলায়মান সেলিমের বাবা হাজী মোহাম্মদ সেলিম একাধারে গত ৩ মেয়াদে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে ঢাকা-৬ আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক মনোনীত প্রার্থী সাবেক মেয়র সাঈদ খোকন এগিয়ে রয়েছেন। ৮৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৪৯ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনার প্রতিকের মো. রবিউল আলম মজুমদার পেয়েছেন ৭৯৭ ভোট। 

এর আগের মেয়াদে ওই আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ সংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার জোটের আসন বণ্টনে ওই আসন জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা না হওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে সাঈদ খোকনের জন্য জয় অনেকটা সহজ হয়ে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫