রয়টার্সের প্রতিবেদন মনগড়া ও নীতিমালা পরিপন্থী: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা প্রেস নিউজ
চট্টগ্রামে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানির সময় আদালত প্রাঙ্গণ এবং তার আশপাশে ঘটিত পরিস্থিতি সম্পর্কে পুলিশ কর্মকর্তার বক্তব্য ছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনকে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণ এবং আশপাশের পরিস্থিতি নিয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করা হয়। পরবর্তীতে এই প্রতিবেদনটি ভয়েস অব আমেরিকা এবং অন্যান্য গণমাধ্যমেও প্রকাশিত হয়।
তবে সিএমপি জানিয়েছে, রয়টার্স বা কোনো সাংবাদিকই এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। ঘটনা যখন ঘটছিল, তখন তিনি আদালত প্রাঙ্গণ এবং তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন। আরও জানানো হয়, চট্টগ্রামে লিয়াকত নামে চারজন কনস্টেবল রয়েছে এবং তাদের কেউই কোন বক্তব্য দেননি।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো বক্তব্য নেওয়া ছাড়াই নিজেদের মনগড়া বক্তব্যকে পুলিশ কর্মকর্তার মন্তব্য হিসেবে প্রচার করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সিএমপি আশা করে, ভবিষ্যতে রয়টার্সসহ অন্যান্য গণমাধ্যম এই ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫