রাঙ্গামাটির লংগদুতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

তাজ মাহমুদ (লংগদু, উপজেলা প্রতিনিধি):-
স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক "সেমিনার ও প্রদর্শনী"
পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ ১৩ মে,২০২৪ রোজ সোমবার সকাল ১০ঃ০০ ঘটিকায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ বিজ্ঞান সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার এবং বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল্লাহ আল মুনসুর, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজা জনাব মোঃ শওকত আকবর, বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার জনাব আলহাজ্ব মাওলানা ফুরকান আহমেদ।
আলোচনা শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫