|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ মে ২০২৩ ০৪:০৯ অপরাহ্ণ

আজ( 31-মে) থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল


আজ( 31-মে) থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল


নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (৩১ মে) থেকে রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এতদিন চলতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

 

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, আজ থেকে দিনে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্তপিক আওয়ারে১০ মিনিট পরপর মেট্রো চলবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পরপর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে।

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, এখন থেকে মেট্রো বন্ধ থাকবে শুক্রবার। সেই সাথে আগামী ঈদুল আজহার দিনও চলবে না মেট্রোরেল।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫