|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৫:১১ অপরাহ্ণ

মনপুরায় মেঘনা নদীতে দুই জেলের মৃতদেহ উদ্ধার


মনপুরায় মেঘনা নদীতে দুই জেলের মৃতদেহ উদ্ধার


ঢাকা প্রেস
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:-


 

ভোলা জেলার মনপুরা উপজেলায় গত শুক্রবার আঘাত হানা আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারে থাকা দুই জেলের মৃতদেহ রোববার উদ্ধার করা হয়েছে।
 

পুলিশ জানায়, রোববার সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন এলাকা থেকে এবং দুপুর ১২টার দিকে ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃতদেহ দুটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
 

পরে মৃতদেহ দুটি তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করেন। মৃতদের একজন হলেন তজুমুদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের আ. মালেকের ছেলে মো. বেলাল হোসেন (২৫) এবং অন্যজন মনপুরা উপজেলার সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩০)। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মৃতদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
 

এ ঘটনায় মনপুরা থানায় দুটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫