নেমা ও হালিশহরের প্রদর্শনী ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে...

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধন কৃত একাডেমি সমূহের মধ্যে ক্রীড়া চর্চার সেতু বন্ধন তৈরির লক্ষ্যে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে নীল জার্সির- আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি ও সাদা সবুজ জার্সির দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রাম অংশ গ্রহণ করে।
বুধবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন্য ম্যাচটিতে প্রচুর সংখ্যক দশর্ক উপভোগ করেছে।
ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের দারুন নৈপুণ্যে ৬০ মিনিটের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। বিশেষ করে হালিশহরের সায়েম, কিপার নেছারুল ও শাহাদাত এবং নেমার ৩০ ও ৪৭ নং জার্সির খেলোয়াড় পরিচ্ছন্ন ফুটবল খেলেছেন।
খেলার শুরু উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাবেক জেলা দলের খেলোয়াড় ও বর্তমানে সহকারী কোচ মোঃ নেজামত উদ্দিন নেজাম।
এসময় সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,নেমা ফুটবল একাডেমির কর্মকর্তা মোঃ সেলিম হোসাইন, দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার ,সহকারী রেফারি মোঃ ইশতিয়াক হোসেন, শাখাওয়াত হোসেন ও সাঈদী।
সাবেক ফুটবলার ও কোচ নেজামত কে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার গণ ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫