|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৩ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত


গাজীপুরের কালীগঞ্জে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত


ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের কালীগঞ্জে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা সড়কে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ওই জায়গায় পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেননি তারা, যার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
 

নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে পুলিশ ধারণা করছে তারা পিকআপ ভ্যানের চালক, হেলপার এবং শসা ব্যবসায়ী ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫