নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

ঢাকা প্রেসঃ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনিছুর রহমান (৪০) নামে ১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদরাসার গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিছুর একজন ভ্যান চালক। সে তার বাড়ির সিদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে মো. মতিউর মাস্টারের নতুন বিল্ডিং এর ছাদে উঠতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন- ছাদে ধান শুকাতে গিয়ে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫