ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা
ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে ৬২ বছর বয়সী দুই সন্তানের জননী লায়লা আরজুকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। নিহত গৃহকর্ত্রী ক্যানসারে আক্রান্ত ছিলেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, তিনি সকাল ৭টার দিকে বাজার করতে বাসা থেকে বের হন। প্রায় ৪৫ মিনিট পর, সকাল পৌনে ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে আছে। সেকেন্দারের ধারণা, দুর্বৃত্তরা তার অনুপস্থিতির সুযোগে বাসায় ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে।
ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ এবং ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ শুরু করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫