|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০২:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লা খনি দুর্নীতি মামলা অভিযোগ গঠন শুনানি ৮ আগস্ট


খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লা খনি দুর্নীতি মামলা অভিযোগ গঠন শুনানি ৮ আগস্ট


ড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এছাড়া খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। 


শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের নবনির্মিত ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামান অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভুইয়া এ বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামিদের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে আসামির সংখ্যা ১০ জন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫