সেনাবাহিনীর অভিযানে কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেপ্তার
ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
কুমিল্লার আদর্শ সদরে মহানগর আওয়ামী লীগের নেতা কবিরুল ইসলাম শিকদার (কবির শিকদার) গ্রেপ্তার হয়েছেন সেনাবাহিনীর অভিযানে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের একটি দল কুমিল্লা নগরীর সার্কিট হাউস সংলগ্ন তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং নিষিদ্ধ কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সম্প্রতি, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন এবং ১৮ জানুয়ারি ঘোষিত হরতাল সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫