নাটোরের বড়াইগ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার বড় ভাইকে পিটিয়ে জখম

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম রাজ্জাক মোড় এলাকায় পারিবারিক শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার বড় ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। বড়াইগ্রাম থানার দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, এঘটনায় আহতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ও তার বড় ভাই আবু সুফিয়ান।
আহত মোহাম্মদ জামাল উদ্দিন জানান, (১)মোঃ রবিউল ইসলাম ওরফে রবি (৪০) পিতা মোহাম্মদ জাবেদ আলী (২) মোঃ আক্তার (৩৮) পিতা সালাম (৩) মোঃ সাধু (২৮) পিতা অজ্ঞাত সাং দাইড়পাড়া (৪)আঃ রাজ্জাক (৫৩) পিতা মৃত রিয়াজ উদ্দিন সাং খাসখামার (৫) মামুন (২৮) (৬)মাসুম (৩২) উভয়েরই পিতা মোঃ সাত্তার সাং চড়ইকোল এর সহিত দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিল, তারই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটার দিকে লোহার রড, জি আই পাইপ,কাঠের বাটাম নিয়ে অনাকাঙ্খিত ভাবে আমাদের উপর হামলা করা হয়, মারপিট করে জখম করে, বড়াইগ্রাম থানাধীন রাজ্জাক মোড়ে জনৈক মোঃ মেহের আলীর চায়ের দোকানে। পরে এলাকাবাসীর সহায়তায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জামাল উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ও আবু সুফিয়ানের শরীরে বিভিন্ন স্থানে ফোলা কালশিরা সহ যখন হয়েছে এবং তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এলাকাবাসী ও চায়ের দোকানদার আসামীদের ভয়ে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
মামলা দায়ের করতে থানায় অভিযোগ করেছেন জখমীর কন্যা সাদিয়া, তিনি বলেন, এর আগে আসামীগন মারপিট করে, চাদা দাবী করে, বাড়ি ঘর ভাংচুর করে, সেই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে মামলাটি তুলে নেবার জন্য আসামীরা হুমকি দিয়ে আসছিল, তদন্ত চলাকালে মামলা প্রত্যাহার করতে অস্বীকার করলে মামলার বাদী আমার চাচাকে মারপিট করে এবং আমার বাবা বাঁচাতে এলে দুই ভাই কে মারপিট করে জখম করে আসামীগন। তারা বারবার প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫