সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য ও তার শিশু সন্তানকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ
ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-
ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (শনিবার): গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে রাত আনুমানিক ২০৩০ ঘটিকায়, বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোঃ বুলবুল আহমেদ, তার স্ত্রী ও পুত্রসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাস এমপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
এই দুর্ঘটনায় উক্ত সেনা সদস্যের স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী সাকুরা পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫