|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৫ ০৯:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি


গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তারা অভিযান শুরু করে।
 

এর আগে, বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখার তথ্য পাওয়ার পর ছাত্র-জনতা বাড়িটি ঘেরাও করে। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে, রাত ১টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাসা থেকে কাউকে আটক বা কোনো অর্থ জব্দের খবর পাওয়া যায়নি।
 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
 

ছাত্র-জনতার প্রতিনিধি দলের সমন্বয়ক রাজিব সরদার বলেন, "আমাদের কাছে তথ্য আছে যে এই বাসায় অস্ত্র, মাদক এবং কালোটাকাসহ জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে আছেন। আমরা তল্লাশি চালিয়েছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সেনাবাহিনী দোতলায় তল্লাশি চালালে আসামিদের পাওয়া যাবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫