বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “যিনি মাটি, দেশ, জনগণ এবং স্বাধীনতার সঙ্গে কখনো আপস করেননি—তার প্রতি মানুষের ভালোবাসা থাকবেই। আজ সেই ভালোবাসারই প্রকাশ আমরা দেখছি।”
তিনি আরও বলেন, অতীতে জাতীয় স্বার্থে কখনো কখনো অযৌক্তিক আবদারও বেগম জিয়া মেনে নিয়েছেন। মানুষের প্রাণ রক্ষায় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি তৈরি করেছিলেন তিনি। কিন্তু যে রাজনৈতিক দল তখন সহিংসতা চালিয়ে তত্ত্বাবধায়ক দাবি তুলেছিল, ক্ষমতায় এসে তারাই তা বাতিল করেছে।
রিজভীর অভিযোগ, জনগণের প্রতি আস্থা না রেখে একচ্ছত্রভাবে দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা, অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি তুলেছিলেন তিনি। “বেগম জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য সেই শেখ হাসিনাই দায়ী,” বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী আহ্বান জানান—জনগণের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত না নিতে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫