সাংবাদিক নির্যাতন মামলা: কুড়িগ্রামের সাবেক ডিসি’র জামিন স্থগিত চেয়ে আবেদন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন স্থগিতের আবেদন করা হয়েছে আপিল বিভাগে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে আইনজীবী ইশরাত হাসান এ আবেদন জমা দেন। বিষয়টি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দেন।
২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় ‘বন্দুকযুদ্ধে হত্যার হুমকি’, শারীরিক নির্যাতন ও জেলা প্রশাসকের কার্যালয়ে অমানবিক আচরণের অভিযোগ ওঠে। পরে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে আরিফুলকে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক ছাড়াও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে অভিযোগ ওঠে। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরবর্তীতে জামিনে মুক্তি পান সাংবাদিক আরিফুল এবং পরে তিনি জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫