অন্য কোনো প্রতীক নয়, শাপলা-ই চায় এনসিপি
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জানিয়েছে, তাদের ৫০টি প্রস্তাবিত প্রতীক থেকে ৭ অক্টোবরের মধ্যে একটিকে নির্বাচন চিহ্ন হিসেবে বেছে নিতে হবে। তবে দলটি ইসির তালিকা থেকে কোনো প্রতীক নেবে না এবং শাপলাই চায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপি পুনরায় শাপলা প্রতীক পেতে ইসিতে আবেদন দেবে। এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা জানান, “আমরা ইসিকে লিখিতভাবে জানাবো যে আমরা তালিকার কোনো প্রতীক চাই না, শাপলাই চাই।”
ইসি জানিয়েছে, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল ফোনকে পছন্দের ক্রমে উল্লেখ করা হয়েছিল। পরে দল শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা দেওয়ার জন্য আবেদন সংশোধন করে।
তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী শাপলা প্রতীক নির্বাচিত তালিকায় নেই। ইসির চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত তালিকার মধ্যে থাকা প্রতীক থেকে নির্বাচন কমিশন যে কোনো দলকে বরাদ্দ দিতে পারে।
এই কারণে, ৭ অক্টোবরের মধ্যে এনসিপিকে লিখিতভাবে তাদের পছন্দের প্রতীক বেছে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। ইসির তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
ইসি কর্মকর্তারা জানান, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা তালিকাভুক্ত না থাকার কারণে নির্বাচনী বছর পর্যন্ত এনসিপি শাপলা প্রতীক পাবেন না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫