|
প্রিন্টের সময়কালঃ ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ণ

হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য


হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য


ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।
 

বিমানটি সকালে সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং সিঙ্গাপুর পৌঁছাতে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা সময় লাগতে পারে। বিমানবরে হাদির সঙ্গে ছিলেন দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স, এছাড়া তার বড় ভাইও উপস্থিত ছিলেন।
 

এর আগে, দু’দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থায় কোনো বিশেষ উন্নতি হয়নি। এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাদির চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে তার রক্তচাপের ওঠানামা বেড়েছে। হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। বর্তমানে হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে।
 

রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদির বর্তমান পরিস্থিতি জানান। পরে রাতে প্রধান উপদেষ্টা দলের প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫