হাতিরঝিলে এক কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ মো. উজ্জল আলী (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ৩টা ৫ মিনিটে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জল আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উজ্জল আলী একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
সূত্র: ডিএমপি নিউজ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫