|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ০১:০০ অপরাহ্ণ

নূরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে মামলা


নূরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে মামলা


ঢাকা প্রেস,অনলাইন ডেস্ক:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ চার নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে গণঅধিকার পরিষদের আরও চার নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
 

সোমবার (২৪ মার্চ) রাতে দুটি মামলা দায়ের করা হয়। প্রথম মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার এবং দ্বিতীয়টি করেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ।
 

মামলার আসামিরা হলেন—নূরুল হক নূর, গণঅধিকার পরিষদের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসকে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি, তাইজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল এবং হিরোন।
 

নাঈম হাওলাদারের মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ১৮ মার্চ নগরীর শান্তিধাম মোড়ে পঞ্চবীথী ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০-১২ জন নেতাকর্মীকে মারধর করা হয়। অন্যদিকে, শেখ সাকিব আহমেদের মামলায় উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলের জন্য রাখা ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের পাশাপাশি তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
 

এর আগে, গত ২১ মার্চ গণঅধিকার পরিষদের নেতা এসকে রাশেদ বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি এবং কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের বরাদ্দকৃত একটি ভবনে পঞ্চবীথী ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ছিল। গত ২৭ জানুয়ারি ভবনটি দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয়। ১৮ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উচ্ছেদ অভিযান চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে বেশ কয়েকজন আহত হন।
 

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, দুই পক্ষই পৃথক মামলা করেছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫