দোহায় গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক:-
কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিনে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার অনুষ্ঠিত এই বৈঠকের শিরোনাম ছিল—‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ - রোহিঙ্গা ইস্যু’। বৈঠকে তিনি উক্ত বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে, সম্মেলনে অংশগ্রহণের জন্য সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তাঁরা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫