ব্যবসা পরিকল্পনা ও পর্যালোচনা সভা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পতেঙ্গা মনিটরিং এরিয়ার আয়োজন

বানিজ্য বার্তা (চট্টগ্রাম):-
নগরীর বন্দরটিলায় দেশের ৪১ বছরের ঐতিহ্যবাহী আর্থিক বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা মনিটরিং এরিয়ার আয়োজনে "ব্যবসা পরিকল্পনা ও পর্যালোচনা সভা " মঙ্গলবার দুপুরে সিইপিজেড জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।
পর্যালোচনায় আগামীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি' রং বীমা পলিসি ও ব্যবসা উন্নয়নের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিডিএ, রাউজান ও পটিয়া উপজেলার জোনাল ম্যানেজার ও ইনচার্জ মোঃ সেলিম সানজাদী আশরাফী।
সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেনারেল ম্যানেজার-১ মনিটরিং পতেঙ্গা দামপাড়া ও বহাদ্দার জোনাল অফিসের ইনচার্জ কে এম শরীফুল ইসলাম, প্রবীণ নারী বীমা কর্মকর্তা মোছাঃ হাসিনা বেগম,বিশিষ্ট বীমা কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ।
সিইপিজেড জোনাল অফিসের সহকারী ইনচার্জ সুলতানা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো স্বাগত বক্তব্য রাখেন এজিএম সুমন মিয়া, বাবুল চন্দ্র দাশ, নূর উদ্দিন কিরন, ইব্রাহিম খাঁন, মুক্তার আহমদ, ওমর ফারুক,নারী বীমা কর্মকর্তা রোজিনা আক্তার, আমেনা বেগম, নারগিস আক্তার, পারুল বেগম এবং প্রিয়াঙ্কা রাণী শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেনারেল ম্যানেজার-১ মনিটরিং পতেঙ্গা -দামপাড়া ও বহাদ্দার জোনাল অফিসের ইনচার্জ কে এম শরীফুল ইসলাম আগত অতিথি ওবিভিন্নইউনিট - সাংগঠনিক নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন। পরিশেষে এক ভোজ সভার মাধ্যমে সমাপ্তি ঘটে ব্যবসা পরিকল্পনা ও পর্যালোচনা সভা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫