বড়াইগ্রামে দুটি শিশু সন্তানকে নিয়ে গৃহহীন ভাবে বসবাস খ্রিস্টান সম্প্রদায়ের সুইপার পরিবার।

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইলে ইউনিয়নে পার বন্নি গ্রামের জুলিয়ান বারুই (৩৫)পিতা :জেমস বারুই ও তার স্ত্রী রুমাটপ্প্য বারুই (২৫)নিজস্ব জায়গা জমি না থাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে দুটি কন্যা সন্তানকে নিয়ে মানবতর জীবন যাপন করছে এই সুইপার পরিবারটি। অর্থের অভাবে কখনো খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয় তাদেরকে। জুলিয়ান বাড়ুই বলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল হাট-বাজার পরিষ্কারের কাজ করে থাকেন। কিন্তু প্রায় কাজ না থাকায় অতি কষ্টে দুটি সন্তানকে নিয়ে দিনাতি পাত করতে তাদেরকে।সব সময় তাদের কাজ থাকে না তাই অর্থের অভাবে বাচ্চাদের জন্য দুধ কিনে খাওয়াতে পারেনা কখনো কখনো না খেয়েও দিন কাটে তাদের।
তারা বলেন আমাদের নিজস্ব কোন জমি জমা বা বসবাস করার মত কোন ঘর নেই। বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি আমি একজন গৃহহীন মানুষ, আমার জন্য যদি একটি আশ্রম প্রকল্পের ঘরের ব্যবস্থা হতো, তাহলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে মাথা গোজার মতো একটু থাই হত।
বড়াইগ্রাম উপজেলার অনেক অনেকগুলো গুচ্ছগ্রাম রয়েছে এই গ্রামগুলোতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। অনেকগুলো ঘর এর মধ্য হতে বিভিন্ন জায়গা হতে খালি পড়ে রয়েছে। এই খালি পড়ে থাকা ঘরের মধ্যে যদি একটি ঘরের ব্যবস্থা আমার জন্য হতো অথবা যদি একটি নতুন করে গৃহ নির্মাণ করে দিত তাহলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম এমনটাই জানাচ্ছিলেন পার্বন্নি গ্রামের বাসিন্দা জানান জুলিয়ান বারুই।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫