|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ণ

গায়ক শেখ সাদী বললেন, ‘আমি পরীর যোগ্য’


গায়ক শেখ সাদী বললেন, ‘আমি পরীর যোগ্য’


বিনোদন প্রতিবেদক:-

 

গান নিয়ে চর্চায় ছিলেন গায়ক শেখ সাদী, তবে সম্প্রতি পরীমণির সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আদালতে পরীমণির জামিনদার হওয়ার পর থেকেই তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যদিও দু’জনই তা অস্বীকার করেছেন।
 

তবে নতুন করে তাঁদের নিয়ে রহস্য দানা বাঁধছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্ট দেন সাদী। সাদা পোশাকে নিজের তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য!’
 

সাদীর এই পোস্টে পরীমণি প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্যের ঘরে একটি মেয়ে পুতুলের ইমোজি (যেটি দরজার আড়াল থেকে উঁকি দিচ্ছে) দিয়ে লেখেন, ‘ওহ!’
 

এদিকে, পরীমণি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে চাঁদ নিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে প্রজাপতি ও ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন, ‘আমার চাঁদ...’ ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল শেখ সাদীর গাওয়া গান ‘চাঁদটা কে বলব’!
 

সাদীর পোস্টে একজন মন্তব্য করেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ পর্যন্ত ভুল হয়নি, এটাও হবে না।’ অন্যদিকে, পরীমণির পোস্টেও অনেকে সাদীকে নিয়ে মন্তব্য করছেন।
 

তবে তাঁদের ঘিরে নতুন করে তৈরি হওয়া আলোচনা নিয়ে শেখ সাদী বা পরীমণি—কেউই কোনো মন্তব্য করেননি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫