|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৩ ০৫:১৫ অপরাহ্ণ

২১ জুলাই এনটিআরসি-এর তিনটি পদের লিখিত পরীক্ষা


২১ জুলাই এনটিআরসি-এর তিনটি পদের লিখিত পরীক্ষা


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) রাজস্ব খাতে সরাসরি নিয়োগের জন্য তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক (গ্রেড-১৪)–এর একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)–এর একটি, স্টোরকিপার (গ্রেড-১৪)–এর একটিসহ মোট তিনটি শূন্য পদের বিপরীতে ২১ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৬৩, নিউ ইস্কাটন, রমনা, ঢাকা-১০০০–এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষাসংক্রান্ত তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫