|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ আগu ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে


পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে


পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (পিজিসিবি) কর্মচারী পর্যায়ে বিভিন্ন পদে প্রাথমিক বাছাই পরীক্ষা থেকে নির্বাচিত প্রার্থীদের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভাণ্ডাররক্ষক ও জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।

লিখিত (বর্ণনামূলক) পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ইতিপূর্বে প্রাথমিক বাছাই পরীক্ষার সময় প্রদত্ত প্রবেশপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য পিজিসিবির ওয়েবসাইটে www.pgcb.gov.bd পাওয়া যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫