|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০৪:০০ অপরাহ্ণ

লামাকাজী এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আন্দোলনের ঘোষণা


লামাকাজী এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আন্দোলনের ঘোষণা


ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এম এ খান সেতুতে পুনরায় টোল আদায় শুরু হওয়ায় স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে টোল আদায়ের পরও সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় আবার টোল আদায় করা অযৌক্তিক।
 

সোমবার সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক মানববন্ধনে তারা ২০ অক্টোবর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক বন্ধ রাখার ঘোষণা দেন।
 

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে লামাকাজী এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবীর মুখে ৫ আগস্টের পরে টোল আদায় বন্ধ হয়। কিন্তু সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অসৎ উদ্দেশ্যে ফের এই টোলের ইজারা আহ্বান করেছেন এবং টোল আদায় করছেন। এই ইজারা বন্ধ না হলে ২০ অক্টোবরের পর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির মহাসচিব জুয়েল আহমেদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মুকুল মিয়া, বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরজাউল কবির, কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক, জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কালা মিয়া,  সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার সভাপতি মছন মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুল হক, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আসবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫