|
প্রিন্টের সময়কালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০৪:২৬ অপরাহ্ণ

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলা


শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকা প্রেস নিউজ
 

ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে।
 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
 

মামলাগুলোর মধ্যে একটিতে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে, যেখানে শেখ হাসিনাকে সহায়তাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলায় আরও ১৫ জন আসামি হিসেবে রয়েছেন, যাদের মধ্যে গৃহায়ন ও রাজউকের কর্মকর্তারা আছেন।
 

অন্য মামলাটিতে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এতে গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫