চোখে ফিরেছে আলো, হৃদয়ে ফিরেছে আশা চট্টগ্রামে আল-মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে চোখের ছানি অপারেশন

বিশেষ প্রতিবেদন:-
নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন দাতব্য চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটে চট্টগ্রামের অসহায় দরিদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার মহৎ কাজটি সম্পাদন হয়েছে জেকু ফাউন্ডেশন কানাডার অর্থায়নে ২৩ জুলাই , বুধবার আল-মুসাইদাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও উদ্যোগে ।
এই কর্মসূচির মাধ্যমে বহু মা-বাবা, বৃদ্ধ-প্রবীণ মানুষ তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন—ফিরে পেয়েছেন আলো দেখার আনন্দ, প্রিয়জনের মুখ দেখার সৌভাগ্য।
একজন মা আবার সন্তানের মুখ দেখতে পারবেন, একজন বাবা আবার কোরআনের আয়াত স্পষ্ট করে পড়তে পারবেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আল্লাহ তাআলার অসীম রহমতে এই মহান উদ্যোগ সফল হয়েছে। যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেছেন উপকার পাওয়া মানুষ গুলো।
আজ প্রথম ধাপে ৫০জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়।
আজকে সমাপনী দিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল এর ডাক্তার মোঃ মহিউদ্দিন "পরিচালক",ইনসাফ হান্না "এসিস্ট্যান্ট ডিরেক্টর", মোঃ জসিম উদ্দিন "ক্যাম্প কো-অর্ডিনেটর ও আল মুসাইদাহ ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ আবু হাসান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রুবেল, ওমর ফারুক, ইউসুফ ও অন্যান্য সদস্য বৃন্দ।
এই ছানি অপারেশন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আল-মুসাইদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আবু হাসান। তিনি আরো বলেন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
ছবি ও তথ্য স্ংগৃহীত
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫