রাজধানীতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন এলাকার চায়না বিদ্যুৎ প্রকল্পের পাশে রাস্তার ধারে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে ছিল কালো ফুলহাতা গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার। মরদেহের হাত-পা বাঁধা এবং গলায় কাপড় পেঁচানো ছিল।
সোমবার (৭ জুলাই) রাত প্রায় পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর কুমার দেবনাথ জানান, মরদেহটি রাস্তার ওপর অর্ধেক ঢাকা অবস্থায় ছিল। নিহতের দুই হাত পেছনে বাঁধা এবং গলায় কাপড়ের বেল্ট পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫