ফায়ার সার্ভিস চায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ১৯ কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাহী ও নিরাপত্তা সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকা বরাদ্দ চেয়েছে। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠান। একই চিঠির অনুলিপি নির্বাচন কমিশনের (ইসি) সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পূর্ববর্তী থেকে পরবর্তী পর্যায়ে জেলা-উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ মোতায়েন থাকে। এই কার্যক্রমে অগ্নি নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে মোট ১৯ কোটি ৯ লাখ টাকার প্রয়োজন।
অধিদপ্তর জানিয়েছে, বাজেটের ছয়টি খাতে ব্যয় হবে—দৈনিক ভাতা, আপ্যায়ন, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয় এবং মেশিন ও সরঞ্জাম ভাড়া। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে, যা ৭ কোটি ৪১ লাখ টাকা।
নির্বাচনে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার ভাতা ও পরিচালন ব্যয় সাধারণত নির্বাচন কমিশন পরিশোধ করে থাকে। সাম্প্রতিক বৈঠকে ইসি সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় বাজেট চেয়েছে। বিষয়টি আলোচনার পর কমিশন অনুমোদন করবে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫