ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ মাদরাসার অধ্যক্ষ অপসারণের দাবিতে

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধে কর্মসূচি পালন করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যান।
শিক্ষার্থীরা জানান, ওই অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচার, অসদাচরণসহ নানা অভিযোগ রয়েছে। আমরা তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছ। আবু হানিফ নামে এক শিক্ষার্থী জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে অনিয়মে প্রমাণ হলেও অদৃশ্য কারণে অধ্যক্ষকে অপসারণ করা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস ধরে আন্দোলন করেও কোনো সুরাহা হচ্ছে না।
এ ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আলম জানান, মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে দাউদকান্দি বিশ্বরোডে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছিল। পরে হাইওয়ে ও থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫