সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল, দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন প্রকাশ
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরীর সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বিকেল ৪টায় সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসের হাসান গুমস্তা মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বাইপাস সড়ক হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে এক পথসভায় মিলিত হওয়ার মাধ্যমে শেষ হয়।
পথসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক কাউন্সিল সদস্য মুহাম্মদ তাহের।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহিদুল হক, কাউন্সিল সদস্য মো. রেহান উদ্দিন রেহান, জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। গণমিছিলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬