পুরোনো টেন্ডার বাতিলে ১ জানুয়ারিতে হচ্ছে না বই উৎসব
ঢাকা প্রেস নিউজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, পুরোনো টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের কারণে বই মুদ্রণে বিলম্ব হচ্ছে। তবে প্রাথমিক স্তরের বই জানুয়ারির মধ্যেই বিতরণ সম্ভব হবে।
রোববার (৮ ডিসেম্বর) খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. বিধান রঞ্জন বলেন, "৫ আগস্টের পর পুরোনো টেন্ডার বাতিল করা হয়। বাইরের একটি দেশের মাধ্যমে বই মুদ্রণের পরিকল্পনা থাকলেও নতুন টেন্ডার আহ্বানের কারণে প্রক্রিয়াটি কিছুটা দেরি হয়েছে। তবে বই বিতরণে সামান্য বিলম্ব হলেও জানুয়ারির মধ্যেই তা শেষ করা যাবে।"
নতুন কারিকুলামের বিষয়ে তিনি বলেন, "শিক্ষার্থীদের ওপর কিছুটা বাড়তি চাপ পড়বে। এটি বাস্তবতা, যেটি মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির প্রভাব শিক্ষাক্ষেত্রেও পড়েছে, যা সামলাতে হবে।"
এছাড়া, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে বলেও জানান তিনি। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পটি আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নের কথাও বলেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫