বরখাস্তকৃত প্রধান শিক্ষক সায়মা খানমের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীর অনাস্থা

বন্দর প্রতিনিধি:-
অর্থ আত্মসাৎ, প্রতারণা, নথি জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্তকৃত নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সায়মা খানমের বিরুদ্ধে নানান অভিযোগ এনে ২৫জন শিক্ষক-কর্মচারী অনাস্থা দিয়েছেন।
সোমবার ২৫ আগস্ট জেলা প্রশাসকের বরাবর অনাস্থা জানিয়ে আবেদনটি প্রদান করেন। প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষক-কর্মচারির মধ্যে ২৫জন এই আবেদনটিতে স্বাক্ষর করেছেন।
বরখাস্তকৃত প্রধান শিক্ষক এর বিরুদ্ধে ২৫জন শিক্ষক -কর্মচারীর অনাস্থা পত্রে উল্লেখ করেন, নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সায়মা খানম বিধি মোতাবেক তার দায়িত্ব বুঝিয়ে দেয়নি। তিনি শিক্ষকদের সরকারি বেতনের ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণে ইএমআইএস পাসওয়ার্ড নার দিয়ে বাধা প্রদান করে। এতে করে আগস্ট মাসের সরকারি বেতনের অংশ সঠিক ভাবে তথ্য প্রেরণ সম্ভব হয়নি এবং অনেক শিক্ষকদের উচ্চতর স্কেল বকেয়া বেতন ভাতার ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তার এরূপ রুঢ় আচরন ও এহেন কর্মকা-ের কারণে বিদ্যালয়ের মান মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে ২৪ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক সায়মা খানম আইসিটি বিভাগ বন্ধ করে রাখায় বেতন পাচ্ছেন না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদারের অভিযোগ। স্কুলের কার্যক্রম পরিচালনায় আইসিটি বিভাগের পাসওয়ার্ড না দেয়ায় বিদ্যালয়ের কোন কার্যক্রম করতে পারছেনা। সরকারিভাবে তাকে নির্দেশনা দিলেও তিনি স্কুলের এক্সসেস দিচ্ছেন না। এর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫