চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৬:৩৯ অপরাহ্ণ ৬২৩ বার পঠিত
চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

ভারতীয় গণমাধ্যমে চট্টগ্রাম নিয়ে অপপ্রচারমূলক খবর প্রকাশের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ধরনের সংবাদ প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রতিবাদ জানানো হবে।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বরদাস্ত করা হবে না। তিনি দেশের সাংবাদিকদের উদ্দেশে বলেন, "দেশে যদি কোনো ভুল বা দুর্নীতি থাকে, আপনারা সেটি তুলে ধরেন। কিন্তু মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। মিথ্যা সংবাদ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে।"
 

ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদকরা প্রায়ই মিথ্যা সংবাদ প্রচার করেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যখনই ভারতীয় গণমাধ্যম কোনো সত্য সংবাদ প্রকাশ করে, অনেকেই সেটিও মিথ্যা মনে করেন। কিছু সাংবাদিকের পেশা হয়ে গেছে মিথ্যা প্রতিবেদন প্রচার করা। এর প্রতিবাদে আপনাদের মতো সাংবাদিকরা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। আপনারাই আমাদের চেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।"
 

পুলিশের উপর জনগণের আস্থা সম্পর্কে তিনি বলেন, "আস্থা ফিরিয়ে আনতে উন্নতি হচ্ছে, তবে এতে সময়ের প্রয়োজন। পরিস্থিতি নিয়ে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে হবে।"
 

মাদকের প্রসঙ্গে তিনি বলেন, "মাদক বহনকারীদের আমরা ধরতে পারছি, কিন্তু মাদক ব্যবসার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে।"
 

শেখ হাসিনার সরকার পতনের পর দায়ের হওয়া মামলাগুলো নিয়ে তিনি বলেন, "অনেক নির্দোষ ব্যক্তিকে এসব মামলায় আসামি করা হচ্ছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ভুয়া মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।"
 

পুলিশ লাইনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদানের পর তিনি বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় অংশ নেন। এ সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।