ঢাকায় আতঙ্ক: ব্যাপক ডাকাতির ঘটনা

ঢাকা প্রেস নিউজ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, কালশী, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডিসহ একাধিক এলাকায় রাতের আঁধারে ডাকাতির চেষ্টা চলছে। এমনকি, কাজীপাড়ার বাঁশপট্টি, উত্তরা ৭ নম্বর সেক্টর এবং আদাবরেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানিয়েছেন, পুলিশের অভাবের সুযোগে ডাকাতরা সাহস করে বাড়িঘরে ঢুকে পড়ছে। আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকে। মসজিদের মাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই তথ্য ছড়িয়ে পড়ছে।
গত সোমবার দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটার পর থেকেই পুলিশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হচ্ছে।
এদিকে, পুলিশ সদর দপ্তরের নতুন প্রধান ময়নুল ইসলাম সংবাদ সম্মেলনে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সকল পুলিশ কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫