|
প্রিন্টের সময়কালঃ ০৬ জুলাই ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

গাইবান্ধা ২ আসনের সাবেক এমপি হুইপ মাহাবুব আরা গিনির জামিন আবেদন ও রিমান্ড না মন্জুর


গাইবান্ধা ২ আসনের সাবেক এমপি হুইপ মাহাবুব আরা গিনির জামিন আবেদন ও রিমান্ড না মন্জুর


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধা জেলা বিএনপির দায়ের করা মামলায় জতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সাবেক সাংসদ মাহবুব আরা বেগম গিনির জামিন স্থগিত রিমান্ড না মঞ্জুর করে গাইবান্ধা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আলাদত।

৯ অক্টোবর বুধবার ১১ টার দিকে গাইবান্ধা জেলা কারাগার থেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের তদন্তকারী অফিসার এস আই মনিরুজ্জামান মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড বাতিল ও তার জামিনের আবেদন নাকোচ করে কারাগারে প্রেরনের আদেশ দেন আদালতের বিচারক মো: আব্দুল মতিন।

এসময় রাষ্ট্রপক্ষ সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক আব্দুল মতিন রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সময় আসামি পক্ষের আইনজীবি জামিন আবেদন করলে আদালত তা স্থাগিত করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর একটি হত্যা মামলায় তাকে ঢাকায় ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও ককটেল, বিস্ফোরণের অভিযোগে ২৬ আগষ্ট জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলা সুত্রে জানা গেছে গত ২৪ জুলাই বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সময় সাবেক হুইপ এর নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায় এ পযর্ন্ত মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৭০ জন জামিনে রয়েছেন। একজন কারাগারে রয়েছেন।

 

গ্রেফতারের পর মাহবুব আরা গিনিকে আদালত থেকে তিনদিনের রিমান্ডের পর গত মঙ্গলবার গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবি আহসানুল করিম লাছু বলেন, সাবেক হুইপ মাহাবুব আরা গিনির জামিন আবেদন করলে আদালত তা প্রক্রিয়াধীন রেখে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫