|
প্রিন্টের সময়কালঃ ০৫ জুলাই ২০২৫ ০৯:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৫ ০৩:৩৭ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারীর অপরিকল্পিত সেতু এখন শাঁখের করাত


কুড়িগ্রামের রৌমারীর অপরিকল্পিত সেতু এখন শাঁখের করাত


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর গ্রামের ভিতর দিয়ে যাতায়াতের গ্রামীণ সড়কটি একটি অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার ১২ গ্রামের বাসিন্দাদের।
 

দুবলাবাড়ি, কলাবাড়ি, বাওয়াইরগ্রাম, কাশিয়াবাড়ি, খেওয়ারচর, বারবান্দা, চুলিয়ারচর, ঝাউবাড়ি ও যাদুরচরসহ ১২ টি গ্রামের মানুষদের যাতায়াতে এ ব্রিজটি ব্যবহার করতে হয়। ব্রিজটির দু’পাশ রাস্তা থেকে প্রায় ১৫ ফিট উঁচু হওয়ায় ব্রিজটি দিয়ে কোন গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। বিশেষ করে সেতুর মূল সুবিধা থেকে বঞ্চিত পথযাত্রী, স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং এলাকাবাসী তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেয়া করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে পুরাতন যাদুরচর ও দুবলাবাড়ি যাতায়াত সড়কের মাঝামাঝি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৫০ ফিট লম্বা ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন শেষ হয়। সেতুটির দু’পাশের রাস্তার সঙ্গে মিল রেখে নির্মাণের দাবি জানালেও তৎকালীন প্রকল্প কর্মকর্তা ও ঠিকাদার বিষয়টি আমলে নেয়নি বলে জানান ক্ষুব্ধ এলাকাবাসী।
 

এব্যাপারে সরেজমিনে ব্রিজটি দেখতে গেলে ওই এলাকার সুরুজ্জামাল, আনিচ, অভিযোগ করে বলেন, ব্রিজটি আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। কিন্তু অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে এর সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। আমরা বেশ ভোগান্তিতে রয়েছি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫