খুলনায় গুলি ও ধারালো অস্ত্রের হামলায় এক যুবক নিহত

ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-
শনিবার দিবাগত রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় সংঘটিত একটি ভয়াবহ ঘটনায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন আশিকুজ্জামান রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭)। তিনি শেরেবাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে কুবা মসজিদের সামনে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পঙ্গু রাসেলকে লক্ষ্য করে বুকের পাশে দুটি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। এ সময় আরও দুজন ব্যক্তি ধারালো চাপাতির কোপে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, মাদক ও অস্ত্র আইনেসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫