|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৪:৩২ অপরাহ্ণ

আবুল সরকারের শাস্তি দাবিতে বিক্ষোভ, পাল্টা কর্মসূচিতে সংঘর্ষে আহত ৩ বাউল


আবুল সরকারের শাস্তি দাবিতে বিক্ষোভ, পাল্টা কর্মসূচিতে সংঘর্ষে আহত ৩ বাউল


ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাউলদের ‘ইসলামবিরোধী কার্যক্রম’ বন্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘তৌহিদী জনতা’। অপরদিকে, আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ মিনারের দক্ষিণ পাশে অবস্থান নিলে তার অনুসারীদের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তার তিন সমর্থক।
 

আহতরা হলেন—শিবালয়ের শাকরাইল গ্রামের আব্দুল আলীম (২৫), সিংগাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) এবং হরিরামপুরের কামারঘোনার জহিরুল ইসলাম (৩২)। পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনাটিকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

রবিবার সকাল ১০টায় ‘তৌহিদী জনতা’র ব্যানারে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আশিকুর রহমান, মুফতি সাঈদ নূর, মুফতি মামুনুর রশীদ, মুফতি নুরুল ইসলাম, মুফতি শামছুল আলম, মাওলানা মো. সালাহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের কাছে তারা আবুল সরকারের শাস্তি এবং বাউলদের কার্যক্রম বন্ধের দাবিতে স্মারকলিপি জমা দেন।
 

অন্যদিকে, সমাবেশ চলাকালে শহীদ মিনারের পাশে আবুল সরকারের অনুসারীরা অবস্থান নিলে বিক্ষোভ থেকে কিছু অংশগ্রহণকারী তাদের দিকে ধাওয়া দেয়। হামলা থেকে বাঁচতে কয়েকজন পুকুরে ঝাঁপ দেন। এ সময় তিনজন আহত হন।
 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ মিছিলের ভেতর থেকে কিছু লোক বাউলদের দিকে ধাওয়া দিলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় অনুষ্ঠানে গান পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। এ মামলায় গত ২০ নভেম্বর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেন। আজ রবিবার দুপুরে আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হলেও জামিন নামঞ্জুর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫